এতদ্বারা বেসিক ক্রিয়েটিভ স্কুলের সকল শিক্ষার্থী ও অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৮/০২/২০২৫ তারিখের মধ্যে সকলকে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধের জন্য অনুরোধ করা হলো. বেতন বাংলা মাধ্যম (সকল শ্রেণী) :৮০০ টাকা এবং ইংরেজি ভার্সন :১৫০০ টাকা। যদি কেউ উক্ত বেতনের চেয়ে কম/বেশি জমা দেন তবে তা আমাদের সফটওয়ারে জমা হবে না বরং বকেয়া দেখাবে।
প্রধান শিক্ষক
বেসিক ক্রিয়েটিভ স্কুল।